উড়িয়ে দেওয়া হবে কলকাতার রাজভবন! হুমকি দিয়ে এল ইমেল। সেই সঙ্গে ভারতীয় জাদুঘর এবং আরও বেশ কিছু জায়গায় নাশকতা হুমকিও দেওয়া হয়েছে ওই ইমেলে। আর এই হুমকির পরেই ঘুম উড়েছে লালবাজারের পুলিশ কর্তাদের। শুরু হয়েছে তদন্ত।
মঙ্গলবার দুপুরে রাজভবন, জাদুঘর-সহ বিভিন্ন সরকারি দফতরে ওই হুমকি ইমেল আসে। সেখানে দাবি করা হয়, বিভিন্ন জায়গায় বিস্ফোরক রাখা আছে, বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা ঘটানো হবে।
কে বা কারা এই ইমেল পাঠিয়েছে, তা খতিয়ে দেখছেন লালবাজারের বিশেষ টাস্ক ফোর্সের আধিকারিকরা। ওই ইমেলের আইপি অ্যাড্রেস বের করার চেষ্টা চলছে। যে যে জায়গায় হুমকি এসেছে, সেখানে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে লালবাজার।