“ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক অর্জুন সিং। যিনি টিকিটের লোভে দল বদল করেন।” মঙ্গলবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগেই গর্জে উঠলেন ফিরহাদ কন্যা, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়দর্শিনী হাকিম। বললেন, “অর্জুনকে ভোট নয়।” এদিন সংখ্যালঘু অধ্যুষিত আমডাঙ্গা বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে প্রচার করেন তিনি। সকালে বাড়ি বাড়ি ঘুরে করেন জনসংযোগ। সন্ধ্যায় করেন পথসভা। ভাটপাড়াতেও
পথসভা করেন তিনি।