Sambad Samakal

স্বাস্থ্য ভবনের পরামর্শ ছাড়া কোভিড রোগী ভর্তি নয়!

Apr 30, 2021 @ 11:02 am
স্বাস্থ্য ভবনের পরামর্শ ছাড়া কোভিড রোগী ভর্তি নয়!

স্বাস্থ্য ভবনের পরামর্শ ছাড়া বেসরকারি হাসপাতালের সরকার অধিগৃহীত বেডে কোভিড রোগী ভর্তি নয়। কোভিড বেড নিয়ে রাজ্যের তরফে দেওয়া বেসরকারি হাসপাতালগুলিতে দেওয়া সংশোধিত নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে। তবে সংকটজনক রোগীকে স্থিতিশীল না করে রেফার করা যাবে না বলেও নির্দেশিকায় জানিয়েছে সরকার।

জানা গিয়েছে, স্বাস্থ্য ভবনের রেফার করা করোনা রোগী বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তার চিকিত্সার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। কিন্তু স্বাস্থ্য ভবনের পরামর্শ ছাড়া কোনো করোনা রোগী বেসরকারি হাসপাতালে ভর্তি হলে সরকার তার চিকিত্সার ভার নেবে না। অন্যদিকে, স্বাস্থ্য ভবনের নির্দেশ না থাকলেও সংকটজনক রোগীকে যেমন ফেরানো যাবে না, তেমনই রোগী স্থিতিশীল হওয়ার পর তাঁকে অন্যত্র রেফার করা যাবে বা স্বাস্থ্য ভবনে ওই রোগীর নাম নথিভুক্ত করানো যেতে পারে বলে সংশোধিত নির্দেশিকায় জানিয়েছে সরকার। সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনে নাম নথিভুক্তির আগে পর্যন্ত ওই রোগীর চিকিত্সার খরচ পরিবারকে দিতে হবে। স্বাস্থ্য ভবনে নাম নথিভুক্তির পর রোগীর চিকিত্সার খরচ বহন করবে সরকার। উল্লেখ্য, করোনার বাড়বাড়ন্তের জেরে সম্প্রতি ফের বেসরকারি হাসপাতালের কিছু বেড অধিগ্রহণ করেছে রাজ্য সরকার। ওই বেডগুলিতে ভর্তি হওয়া করোনা রোগীর চিকিত্সার খরচ বহন করবে সরকার। কিন্তু গতবছরও সরকারি নির্দেশে বেসরকারি হাসপাতালগুলিতে বহু রোগীর চিকিত্সা হলেও সরকারের তরফে এখনও সম্পূর্ণ খরচ মেলেনি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারকে হাসপাতাল অধিগ্রহণ করতেও বাধা দেয়। তাই এবার বেসরকারি হাসপাতালগুলির কিছু বেড অধিগ্রহণ করে সংশোধিত নির্দেশিকা দিল রাজ্য সরকার।

Related Articles