Sambad Samakal

নেতা-মন্ত্রীরা কি অসহযোগিতা করেছেন? বিচারপতির প্রশ্ন সিবিআইকে

May 19, 2021 @ 4:01 pm
নেতা-মন্ত্রীরা কি অসহযোগিতা করেছেন? বিচারপতির প্রশ্ন সিবিআইকে

অভিযুক্ত নেতা-মন্ত্রীরা কি তদন্তে অসহযোগিতা করেছেন? বুধবার দুপুরে নারদ মামলার শুনানিতে সিবিআইকে এমন প্রশ্নই করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এদিন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় সহ গ্রেফতার হওয়া চার নেতা মন্ত্রীর জামিনে স্থগিতাদেশ পুনর্বিবেচনার আর্জির শুনানি শুরু হয় আদালতে। একইসঙ্গে নারদ মামলা পশ্চিমবঙ্গের বাইরে অন্যত্র সরানোর আর্জি জানায় সিবিআইও।
জামিন পুনর্বিবেচনা প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘ আমরা কেন জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেব? মানুষের চাপ ছিল বলে অভিযোগ কর হয়েছিল, তাই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।’ এরপরেই ধৃত চার হেভিওয়েটকে জেলে আটকে রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। সিবিআইকে তাঁর প্রশ্ন, ‘ এই মামলার চার্জশিট পেশ হয়ে গিয়েছে। এর আগেও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্ত নেতা-মন্ত্রীরা কি তদন্তে অসহযোগিতা করেছেন? তাহলে এই করোনা কলে তাঁদের জেলে আটকে রাখার যৌক্তিকতা কী?’

এদিন সকালে মামলার শুনানি কিছুক্ষণের জন্য স্থগিত হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে দুপুর দুটো থেকে শুরু হয় শুনানি। শুনানি চলছে।

Related Articles