Sambad Samakal

প্রধানমন্ত্রী কেন মুখ লুকিয়ে পালিয়ে গেলেন? প্রশ্ন মমতার

May 20, 2021 @ 5:25 pm
প্রধানমন্ত্রী কেন মুখ লুকিয়ে পালিয়ে গেলেন? প্রশ্ন মমতার

করোনা নিয়ে ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রীদের কথা বলতে দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক ডেকে কাউকে কিছু বলতে না দিয়ে আদতে মুখ্যমন্ত্রীদের অপমান করা হয়েছে বলেই মত মমতার।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পরই সাংবাদিক বৈঠক করে নিজের ক্ষোভের কথা জানান মমতা। তিনি বলেন, ‘১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকা হয়েছিল। সচিবদের নিয়ে আমি উপস্থিত ছিলাম। কিন্তু পুতুলের মতো বসেছিলাম। মুখ্যমন্ত্রীদের কোনও কথাই বলতে দেওয়া হয়নি। নিজে ভাষণ দিয়ে ছেড়ে দিয়েছেন।’ মোদিকে তোপ দেগে তিনি বলেন, ‘মুখ লুকিয়ে পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী।’ তাঁর প্রশ্ন, ‘এত ভয় কিসের? মুখ্যমন্ত্রীদের কথা কেন শুনতে চাইলেন না প্রধানমন্ত্রী? এত অবহেলা কীসের?’ সাফ জানান, ‘প্রচন্ড অহঙ্কারী! অপমানিত বোধ করেছি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এদিনের আচরণে রাজ্যগুলির অপমান হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা।
প্রধানমন্ত্রীর এহেন আচরণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের সঙ্গে কথা বলেননি, সৌজন্য বিনিময়ও করেননি প্রধানমন্ত্রী। বৈঠকে যদি কথা না শুনতে চান, তাহলে মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছিল কেন? অপমান করার জন্য? মুখ্যমন্ত্রীদের অসম্মান করার জন্য?’ তাঁর কথায়, দেশ অদ্ভূত সংকটময় সময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করা হচ্ছে। আজ রাজ্যগুলির অসম্মান হয়েছে, অপমান হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটা মানায় না।’
এদিন দেশে করোনা মহামারী মোকাবিলা নিয়েও প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় কোনও পদক্ষেপ নেই। আজকের মিটিং সম্পূর্ণ ফ্লপ। দেশের প্রধানমন্ত্রীর এত ঢিলেঢালা মনোভাব? প্রধানমন্ত্রী কী করে এত ক্যাজুয়াল?’ একইসঙ্গে দেশে সংক্রমণ কমেছে বলে প্রধানমন্ত্রী যে দাবি করেছেন, তার উল্লেখ করে মমতার পাল্টা প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী বলছেন, করোনা কমে গেছে। যদি কমে যায় তাহলে এত মৃত্যু হচ্ছে কী করে?’
উত্তরপ্রদেশের গঙ্গায় মৃতদেহ ভাসানো হচ্ছে। অথচ এদিনের বৈঠকে সে বিষয়ে কেন কোনও প্রশ্ন তোলা হয়নি। তা নিয়েও প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর তোপ, ‘নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। আমাদের জিজ্ঞাসা করা হয়নি। গঙ্গা মৃত্যুপুরী হয়েছে। পরিবেশ দূষণ করে দিয়েছে। দেশকে দূষণ করে দিয়েছে।’ যে কোনও কারণে বাংলায় কেন্দ্রীয় দল পাঠালেও উত্তরপ্রদেশে কেন কেন্দ্রীয় দল পাঠানোনি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা।
ভ্যাকসিন দেওয়া নিয়েও এদিন প্রধানমন্ত্রীকে একহাত নেন মমতা। তাঁর তোপ, ‘ভ্যাকসিন দেওয়ার গতি কমিয়ে দিচ্ছে। অক্সিজেন দিচ্ছে না। করোনা চিকিৎসার প্রধান ওষুধ রেমডিসিভির বাজারে নেই। ভ্যাকসিনের জিএসটি নিচ্ছে।’
প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের লোকেরা বাংলায় এসে করোনা বাড়িয়ে দিয়েছে বলেও তোপ দাগেন মমতা। বাংলার ভোটের জন্য বিজেপির বরাদ্দ টাকার অঙ্ক তুলে ধরে মমতা বলেন, ‘৩০ হাজার কোটি টাকা থাকলে সকলে নিখরচায় ভ্যাকসিন পেত। বিহার ভোটের আগে বলেছিল, বিজেপি জিতলে সকলকে নিখরচায় ভ্যাকসিন দেবে। কিন্তু এখনও দেয়নি। বাংলাতেও ভোটের আগে একই কথা বলেছিল। তাহলে কোথায় গেল ভ্যাকসিন?’

Related Articles