শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে শহর কলকাতার আকাশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় রয়েছে। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায়, ঘর্মাক্ত গরমে নাজেহাল আম জনতা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এদিন থেকেই ধীরে ধীরে হাওয়া বদল হতে শুরু করবে।
আগামীকাল অর্থাৎ রবিবার থেকে কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে। ফলে অস্বস্তিকর গরমের অনুভূতি থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।