প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে ‘চোর চোর’ স্লোগান চাকরিহারাদের! তমলুকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তীব্র উত্তেজনা!
জানা যাচ্ছে, এদিন দুপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে তমলুকে নিজের মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই সময়েই হসপিটাল মোড়ের কাছে চাকরিহারাদের ধরনা মঞ্চ থেকে উড়ে আসে ‘চোর চোর’ স্লোগান। পাল্টা উত্তেজিত হয়ে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরাও। প্রায় হাতাহাতি শুরু হওয়ার উপক্রম হয়। কোনওমতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।