Sambad Samakal

আজও রাজ্যজুড়ে চলবে বৃষ্টি

May 31, 2021 @ 2:38 pm
আজও রাজ্যজুড়ে চলবে বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘যশ’ আছড়ে পড়ার কেট ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও তার প্রভাব কাটেনি। আজ, শনিবারও রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘যশ’ এখন নিম্নচাপে পরিণত হয়ে রাঁচি থেকে ২০ কিলোমিটার পূর্ব এবং জামশেদপুর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। তার ফলে জলীয় বাষ্প পূর্ণ বায়ু বঙ্গে ঢুকছে এবং বৃষ্টিপাত হচ্ছে। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া,পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, এদিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৫ ডিগ্রি পর্যন্ত। বাতাসে সর্বাধিক জলীয়বাষ্পের পরিমাণ ৬৪ শতাংশ।

Related Articles