Sambad Samakal

জানেন বয়স হিসাবে কলকাতায় টিকার সময়সীমা বদলে গেছে ?

May 31, 2021 @ 1:29 pm
জানেন বয়স হিসাবে কলকাতায় টিকার সময়সীমা বদলে গেছে ?

আরও দ্রুত মানুষকে ভ্যাকসিন পৌঁছে দিতে করোনার টিকাকরণ, অক্সিজেন পার্লার ও সেফ হোম চালু নিয়ে একাধিক রদবদল করলেন পুরসভার মুখ্য প্রশাসক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। বদলে দিলেন বয়স অনুসারে ভ্যাকসিন নেওয়ার সময়সীমা। ফিরহাদ জানালেন, “কলকাতায় পুরসভার ১৪৪টি হেলথ সেন্টারে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০ ঊর্ধ্বরা এলেই প্রথম ডোজ দেওয়া হবে। যাঁরা হোয়াটসঅ্যাপে (৮৩৩৫৯ ৯৯০০০) স্লট বুকিং করে আসবেন তাঁরা দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা পাবেন। দ্বিতীয় ডোজ পাবেন সকাল ৯টা থেকে ১ টা। মেগা সেন্টারে ১৮ বছরের ঊর্ধ্বে হকার, বাজারের মাছ-সবজি বিক্রেতা, পরিবহণকর্মী, শিক্ষক, আইনজীবীর মতো সুপার স্প্রেডাররা সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত টিকা পাবেন।”
অবশ্য সেফ হোম নিয়ে নীতি বদলের কথা জানিয়ে ফিরহাদ বলেন, করোনা সংক্রমণ কম হওয়ায় কলকাতার সেফ হোমগুলিতে বহু বেড ফাঁকা পড়ে আছে, তাই পাশ্ববর্তী জেলার রুগীরাও চাইলে এসে থাকতে পারেন। পুরসভা পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর সংগ্রহ করেছে, ১৬টি বরোতেই একটি করে অক্সিজেন পার্লার চালু হচ্ছে। দৈনিক পুরসভার মেগা সেন্টার সাউথ সিটি স্কুলে ৮০০, অহীন্দ্র মঞ্চে ৫০০, রক্সিতে ৪০০ ও বিধান শিশু উদ্যানে ৪০০ জনকে টিকা দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে বেহালা পলিটেকনিকে অক্সিজেন পার্লার-সহ একটি বড় সেফ হোম চালু করছে পুরসভা।

Related Articles