ভোট আবহে শহর কলকাতা থেকে উদ্ধার নগদ কোটি টাকা! জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর বিভাগ।
মূলত ৩ হোর্ডিং ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা। এসপ্ল্যানেড চত্বর ও অন্য একটি স্থান থেকে নগদ ৫০ লক্ষ টাকা করে মোট ১ কোটি টাকা উদ্ধার হয়েছে। আয়কর বিভাগের দাবি, ভোটের আগে এই বিপুল পরিমাণে নগদ টাকা ব্যবহারের পরিকল্পনা ছিল। আগেভাগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়।