Sambad Samakal

ফের করোনার প্রকোপ চিনে, লকডাউনের পথে গুয়াংঝাউ

May 31, 2021 @ 5:15 pm
ফের করোনার প্রকোপ চিনে, লকডাউনের পথে গুয়াংঝাউ

করোনার দ্বিতীয় ঢেউ বিশ্বের অন্যান্য দেশে দাপট দেখানোর পর এবার চিনেও চোখ রাঙাতে শুরু করেছে। চিনের দক্ষিণের শহর গুয়াংঝাউতে ফের আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই ঝুঁকি এড়াতে তড়িঘড়ি শহরে আংশিক লকডাউন জারি করা হল।
জানা গিয়েছে, গতকাল সাতদিনে গুয়াংঝাউ শহরে ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সেইসঙ্গে হদিশ পাওয়া গিয়েছে পাঁচ উপসর্গহীন আক্রান্তের। তাই সংক্রমণ রুখতে এই শহরের সমস্ত বাজার, স্কুল ও বিনোদনকেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। সমগ্র লিওয়ান জেলায় বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও খাওয়া-দাওয়ার সামগ্রী ক্রয় ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না। পাশাপাশি গণ করোনা পরীক্ষা অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা শুরু করেছে।

Related Articles