রাত পোহালেই ভোটগ্রহণ পর্ব বর্ধমান-দুর্গাপুর আসনে। আর তারআগের দিন, রবিবার সকালেও চেনা ফর্মে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন সকালে প্রাতঃভ্রমণের পরে দুর্গাপুরের একটি কালীমন্দিরে পুজো দেন তিনি। দিলীপের সঙ্গে থাকা বিজেপি কর্মীরা মন্দিরের ভেতরেই ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলায় তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল। তাদের দাবি, বাংলার সংস্কৃতি ও মন্দিরের পবিত্রতা নষ্ট করছেন দিলীপ।
যদিও এসব বিতর্ককে বিশেষ পাত্তা দিতে রাজি নন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তাঁর দাবি, “ধর্ম যার যায়, উৎসব সবার। তেমনই দল যার যার, কিন্তু ভোটার দিলীপ ঘোষের।” এখন দেখার শেষপর্যন্ত ভোটবাক্সে এই প্রত্যয়ের প্রতিফলিন হয় কি না।