Sambad Samakal

আজই বর্ষা ঢুকল দেশে, বাংলায় কবে ঢুকবে?

Jun 3, 2021 @ 4:35 pm
আজই বর্ষা ঢুকল দেশে, বাংলায় কবে ঢুকবে?

তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তি! আজই বর্ষা ঢুকছে ভারতে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই ভারী বর্ষণের মাধ্যমে কেরলে বর্ষা ঢুকবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তবে কেরলে বর্ষা ঢুকলেও বাংলায় বর্ষার আগমনে বেশ কিছুটা দেরি রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় যশের প্রভাবেই বর্ষার আগমন কিছুটা পিছিয়েছে। কেরলে ৩১ মে বর্ষা ঢোকার কথা থাকলেও এল ৩ মে। ফলে বঙ্গেও বর্ষা ঢোকার সময় পিছিয়েছে। সমগ্র বাংলায় ১৫ জুনের আগে বর্ষা ঢুকবে না বলে মনে করছে হাওয়া অফিস। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকেই উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১০ জুন থেকে বৃষ্টি শুরু হতে পারে।
এদিকে, নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে বর্ষা ঢুকলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু শক্তিশালী হওয়ায় এদিনই বৃষ্টিতে ভিজবে কেরল। অন্যদিকে, প্রাক-বর্ষার কারণে কলকাতা সহ সমগ্র রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

Related Articles