আদালত অবমাননার অভিযোগ! ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচি। জানা যাচ্ছে, সোমবার প্রধান বিচারপতির কাছে অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি চান তিনি।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের ২৬ হাজার চাকরি বাতিল রায়ের প্রেক্ষিতে আদালতের বিজেপি যোগ নিয়ে সরব হয়েছিলেন অভিষেক। এমনকী কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন। আর সেই ঘটনারই উল্লেখ করেন মামলাকারী আইনজীবী কৌস্তুভ বাগচি।
তবে এদিন অভিষেকের বিরুদ্ধে পৃথক মামলা গ্রহণ করতে চাননি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, ইতিমধ্যেই এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। সেই মামলার সঙ্গেই এই বিষয়টি যুক্ত করে নেওয়া যেতে পারে।