শাহজাহানের সঙ্গী রাজ্যের ২/৩ জন মন্ত্রী! সোমবার কলকাতার নগর দায়রা আদালতে শেখ শাহজাহানকে পেশ করে এমনই বিস্ফোরক দাবি করলেন ইডির তদন্তকারী আধিকারিকরা!
এদিন আদালতে তদন্তকারীরা শেখ শাহজাহান, তাঁর ভাই শেখ আলমগীর, দিদার বক্স, শিবু হাজরা সহ অন্যান্য ধৃতদের পেশ করে। সেই সময়েই ইডির আইনজীবী দাবি করেন, সন্দেশখালিতে জমি দখল সহ সমস্ত বেআইনি কাজের টাকার ভাগ পেয়েছেন রাজ্যের ২/৩ জন মন্ত্রী। সেই টাকাই ঘুরপথে অস্ত্র সহ বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার করা হত। তাই এই মুহূর্তে শাহজাহান সহ বাকিদের জামিন দিলে সেই মন্ত্রীরা সতর্ক হয়ে যেতে পারেন বলে দাবি ইডির।