Sambad Samakal

মুখ্যমন্ত্রীকে নিয়ে বিকৃত পোস্ট! অভিযোগ লালবাজারে

Jun 4, 2021 @ 11:16 pm
মুখ্যমন্ত্রীকে নিয়ে বিকৃত পোস্ট! অভিযোগ লালবাজারে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিকৃত পোস্টের প্রতিবাদে অভিযোগ দায়ের হল লালবাজারে।
সম্প্রতি মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি কুরুচিকর পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার ভিত্তিতেই শুক্রবার লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার এক যুব নেতা। যদিও তিনি এর আগেই স্থানীয় থানায় বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন।
বেশ কয়েকদিন আগে রাজা চক্রবর্তী নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে একটি কুরুচিকর পোস্ট দেখা যায়। ওই পোস্টটিতে বলিউড ছবি ‘রামলীলা’র একটি দৃশ্য দেখা গিয়েছে। সেই দৃশ্যে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সরিয়ে বসানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। সেই পোস্ট ভাইরাল হয়। পোস্টটি চোখে পড়ে
হুগলি জেলা যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের। ক্ষুব্ধ হয়ে তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। সেই সূত্র ধরেই এদিন লালবাজার সাইবার ক্রাইমেও অভিযোগ দায়ের করলেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles