Sambad Samakal

কৃষকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর মমতার মন্ত্রিসভার

Jun 10, 2021 @ 7:20 pm
কৃষকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর মমতার মন্ত্রিসভার

কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা বার্ষিক ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হল।
নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের ‘কৃষকবন্ধু’ প্রকল্পে এতদিন বছরে ৫ হাজার টাকা করে পেতেন কৃষকরা। একলপ্তে এই টাকা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পড়ত। এবার থেকে পাবেন বার্ষিক ১০ হাজার টাকা। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি কৃষকমহল।
উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে বিজেপির তরফে কেন্দ্রীয় নেতা, মন্ত্রীরা এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে ৬ হাজার টাকা করে ভাতা পাবেন কৃষকরা এবং যেহেতু গত ২ বছর ধরে কেন্দ্রের প্রকল্পটি চালু হওয়া সত্ত্বেও বাংলায় তা লাগু হয়নি, তাই সবমিলিয়ে এককালীন ১৮ হাজার টাকা প্রতি কৃষককে দেওয়া হবে। একইসঙ্গে, বার্ষিক ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে সেই অঙ্ক ১০ হাজার করা হবে বলেও নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ও ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Related Articles