ভোটে জিততে হত্যার ষড়যন্ত্র করছে বিজেপি! বুধবার সংবাদমাধ্যমের সামনে এমনউ বিস্ফোরক অভিযোগ করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তাঁর দাবি, নিজেদের লোককে খুন করেই সেটা নিয়ে রাজনীতি করার পরিকল্পনা করেছে বিজেপি। তাই আগেভাগে তিনি সকলকে সতর্ক করে দিলেন।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন, “এখান বিজেপি বুজতে পেরে গেছে যে ওরা হারতে চলেছে। তাই খুনের রাজনীতির ষড়যন্ত্র করছে। ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে। নিজেদের লোককে খুন করে, সেটা নিয়েই রাজনীতি করা হতে পারে। তাই সকলকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি। এতদিন আমি কেশপুর সহ ঘাটালের সমস্ত এলাকাকে শান্ত রাখার চেষ্টা করেছি। তাই নতুন করে অশান্তি পাকানোর চেষ্টা চলছে।”