২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশে মঙ্গলবারই ‘সুপ্রিম’ স্থগিতাদেশ জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত। আর এই রায় শোনার পরে ‘শান্তি’ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়! বুধবার হুগলির বলাগড়ের নির্বাচনী জনসভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো।
এদিন মমতা বলেন, “২৬ হাজার চাকরি বাতিল করে দিয়েছিল। আমরা উচ্চ আদালতে আপিল করেছিলাম। কয়েক দিন ধরেই মনটা আমার খারাপ ছিল। গতকাল যখন দুর্গাপুরে মিছিল করছিলাম, তখনই উচ্চ আদালতের রায় শুনতে পাই। বিশ্বাস করুন তখন, শান্তি পেয়েছিলাম, তৃপ্ত হয়েছিলাম। যারা এত বছর কাজ করেছে তাদের বলেছিল সুদ সহ টাকার ফেরত দিতে হবে!”