Sambad Samakal

ফের টর্নেডো আছড়ে পড়ল বাংলায়

Jun 10, 2021 @ 6:16 pm
ফের টর্নেডো আছড়ে পড়ল বাংলায়

করোনা, ঘূর্ণিঝড়ের পর এবার বাংলায় চোখ রাঙাচ্ছে টর্নেডো। বৃহস্পতিবার সকালেই টর্নেডো আছড়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের মন্দিরতলার পাশে। যশ-এর ক্ষত কাটতে না কাটতেই অশোকনগর, ব্যান্ডেল, হালিশহর, শান্তিপুরের পর টর্নেডো আছড়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়৷
এদিন সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর টর্নেডো পরিস্থিতি তৈরি হয়। নদীর ওপরই স্তম্ভ আকারে দেখা দেয় ঘূর্ণাবর্ত। নদীর জলও স্তম্ভ আকারে পাক খেয়ে উপরের দিকে উঠছিল। নদীর বুক থেকে ক্রমশ তীরের দিকে আসতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রায় আধঘণ্টা ধরে মাঝনদীতেই তাণ্ডব চালায় এই ঝড়। শেষে নদীর বুকেই মিলিয়ে যায় এই টর্নেডো।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নদীর পাড়েই চলছিল ভাঙন রুখতে কাজ। সেই কর্মীরাই প্রথম দেখতে পান নদীর মাঝে তৈরি হয়েছে টর্নেডো। এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নদীর পাড়ে জমা হয়ে যান স্থানীয় বাসিন্দারা। নদী থেকে স্থলভাগে না ঢোকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের ঘটনা এর আগে কখনও দেখেননি তাঁরা।

Related Articles