Sambad Samakal

দূরপাল্লার স্পেশাল ট্রেন বাড়াচ্ছে রেল

Jun 12, 2021 @ 10:27 pm
দূরপাল্লার স্পেশাল ট্রেন বাড়াচ্ছে রেল

১৬ জুন থেকে একাধিক রুটে দূরপাল্লার বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেলের অপারেশনস বিভাগ। শনিবার বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল হাওড়া, শিয়ালদা ও কলকাতা রুটে কী কী ট্রেন চালানো হবে তার তালিকা প্রকাশ করেছে। করোনা আবহে রাজ্যে লোকাল ট্রেন পুরোপুরি বন্ধ থাকলেও হতে গোনা কিছু দূরপাল্লার স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। এবার রাজ্যের করোনা সংক্রমণে কিছুটা লাগাম পরতেই যাত্রী পরিষেবার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত রেলের।
ট্রেনগুলো হল, হাওড়া—রাঁচি শতাব্দী স্পেশ্যাল, শিয়ালদহ—নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, কলকাতা—বালুরঘাট স্পেশ্যাল, কলকাতা—হলদিবাড়ি স্পেশ্যাল ও হাওড়া—কাটিহার স্পেশ্যাল। এছাড়াও চলবে হাওড়া ও শিয়ালদহ—নিউ দিল্লি এসি স্পেশ্যাল, হাওড়া ও শিয়ালদহ-বিকানের স্পেশ্যাল, হাওড়া—দেরাদুন স্পেশ্যাল, হাওড়া—যোগনগরী হৃষিকেশ স্পেশাল, হাওড়া— লালকুয়া স্পেশ্যাল, হাওড়া—ভোপাল স্পেশ্যাল, হাওড়া—গুয়াহাটি স্পেশ্যাল, হাওড়া—আগরতলা স্পেশ্যাল, শিয়ালদহ—আলিপুরদুয়ার স্পেশ্যাল, হাওড়া—রক্সৌল এক্সপ্রেস, শিয়ালদহ—বালিয়া স্পেশ্যাল, শিয়ালদহ—জয়নগর স্পেশ্যাল, শিয়ালদহ—নিউ আলিপুরদুয়ার স্পেশ্যাল।

Related Articles