Sambad Samakal

আবহাওয়া খারাপ, চেন্নাই যাওয়া আপাতত বাতিল মুকুল-পত্নীর

Jun 16, 2021 @ 5:35 pm
আবহাওয়া খারাপ, চেন্নাই যাওয়া আপাতত বাতিল মুকুল-পত্নীর

বাদ সাধল আবহাওয়া। ফলে শেষ মুহূর্তে আর চেন্নাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে না মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়কে। ফলে কলকাতার যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, সেখানেই আপাতত তাঁর চিকিত্‍সা চলবে।
জানা গিয়েছে, মুকুল রায় ও তাঁর পুত্রবধূর উপস্থিতিতে রোগীকে যখন হাসপাতাল থেকে বের করা হচ্ছিল, তখনই খবর আসে, চেন্নাইয়ের আবহাওয়া অত্যন্ত খারাপ। এরপরই কৃষ্ণা রায়কে আপাতত ভিনরাজ্যে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা।  
উল্লেখ্য, গত ১১ মে করোনা আক্রান্ত হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুকুল- জায়া কৃষ্ণা রায়। কোভিডমুক্ত হলেও তাঁর ফুসফুস বেশ ক্ষতিগ্রস্থ। ১০-১২ দিন ধরে তাঁকে একমো সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু বিশেষ লাভ হয়নি। তাই কৃষ্ণা রায়ের ফুসফুস প্রতিস্থাপন করার পরামর্শ দেন চিকিত্সকরা। তাঁকে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মুকুল-জায়াকে চেন্নাই নিয়ে যাওয়ার এদিন সকালে হাসপাতালে থেকে বিমানবন্দর তৈরি করে ফেলা হয় গ্রিন করিডোর। কলকাতা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে মুকুল রায়ের স্ত্রীকে চেন্নাই নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত আবহাওয়ার জন্য পরিকল্পনা বাতিল হয়ে গেল।

Related Articles