Sambad Samakal

Arup Biswas: বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় জেনারেটর! কী নির্দেশ মন্ত্রী অরূপের?

Apr 29, 2024 @ 6:07 pm
Arup Biswas: বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় জেনারেটর! কী নির্দেশ মন্ত্রী অরূপের?

ম্যান পাওয়ার বাড়াতে হবে, বাড়াতে হবে মোবাইল ভ্যান। এমনকী, প্রয়োজনে জেনারেটর দিয়ে সচল রাখতে হবে বিদ্যুৎ পরিষেবা। সিইএসসি কর্তৃপক্ষকে সোমবার এমনই নির্দেশ দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর কড়া বার্তা, এই তীব্র দাবদাহে কোনও ভাবেই যেন কোনও এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন না থাকে। যাতে এই তীব্র গরমে বিদ্যুৎ পরিষেবা নিয়ে মানুষের কোনও অসুবিধা না হয়। তাঁর নির্দেশ, “কোথাও কোনও টেকনিক্যাল ফল্ট হলে সেখানে অবিলম্বে সিইএসসি-র কাছে যে ১০০টি জেনারেটর রয়েছে, তা দিয়ে অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা চালু করতে হবে।”
গত ৫০ বছরের রেকর্ড ছাড়িয়ে এবছর নতুন রেকর্ড গড়েছে দাবদাহ। এরই মধ্যে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বিদ্যুৎ বিভ্রাটের খবর সামনে এসেছে। যা নিয়ে ক্ষুব্ধ বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন বিদ্যুৎ উন্নয়ন ভবনে বিদ্যুৎ সচিব শ্রী শান্তনু বসুকে সঙ্গে নিয়ে সিইএসসি-র উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে এনিয়ে ক্ষোভ উগরে দেন মন্ত্রী। সিইএসসি কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করার পাশাপাশি আরও দ্রুততার সঙ্গে পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন ।

Related Articles