দাবদাহে পুড়ছে তিলোত্তমা। তীব্র তাপপ্রবাহ। খুব প্রয়োজন না হলে রোদের মধ্যে বাড়ি থেকে বেরোতে নিষেধ করছেন চিকিৎসকরা। রাস্তায় বেরিয়ে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। ইতিমধ্যেই ঘটেছে হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনাও। এই আবহেই ১০০ দিনের শ্রমিকদের কাজের সময় বদল করল কলকাতা পুরসভা। সোমবার মেয়র ফিরহাদ হাকিম জানান, প্রচণ্ড তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের আশঙ্কা। সেই কারণেই ১০০ দিনের শ্রমিক, যাঁরা রাস্তায়, বাগানে খোলা আকাশের নীচে কাজ করেন, তাঁদের কাজের সময় বদল করে নোটিস জারি করা হয়েছে। ওই নোটিসে সকাল ১০ টা থেকে বেলা ৪ টে পর্যন্ত তাঁদের আউটডোর কাজ করতে নিষেধ করা হয়েছে। পরিবর্তে সকাল ৬ টা থেকে বেলা ১০ টা এবং বিকেল ৪ টে থেকে রাত ১০ টা অবধি কাজ করবেন তাঁরা।
editor