আজ, সোমবার চলতি মরসুমে শহর কলকাতার উষ্ণতম দিন! আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, এদিন দুপুর আড়াইটে নাগাদ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। শেষ ১৯৮০ সালের ২৫ এপ্রিল এই একই তাপমাত্রা ছিল শহর কলকাতায়।
এদিন আলিপুর হাওয়া অফিস অবশ্য খানিকটা আশার কথা শুনিয়েছে। চলতি সপ্তাহে দাবদাহ কমার সম্ভাবনা না থাকলেও, ৫ মে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে। বিশেষ করে উত্তর-দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় সামান্য ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে। যদিও শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি হাওয়া অফিস।