Sambad Samakal

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আইনি প্রক্রিয়া শুরু করলেন শুভেন্দু

Jun 18, 2021 @ 2:48 pm
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আইনি প্রক্রিয়া শুরু করলেন শুভেন্দু

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবিতে এবার আইনি প্রক্রিয়া শুরু করল বিজেপি। শুক্রবারই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
চিঠিতে বলা হয়েছে, যেহেতু বিজেপি বিধায়ক হয়েও, সর্বসমক্ষে অন্যদলে যোগ দিয়েছেন মুকুল রায়, তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হোক।
যদিও চিঠিটি হাতে পাননি বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চিঠিটি বিধানসভার সচিবালয়ে জমা পড়েছে। চিঠিটি হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার অধ্যক্ষ না থাকায়, শুক্রবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে চিঠি।
উল্লেখ্য, কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই, দলত্যাগ বিরোধী আইন লাগু করার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিত্যাগী নেতাকে বিধায়ক পদ ছাড়ার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিল বিজেপি। সেই নির্দিষ্ট সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত। তাই আইনি পথ নিল বিজেপি।

Related Articles