Sambad Samakal

শিয়ালদহ ডিভিশনে বাড়ল স্টাফ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা, মোতায়েন অতিরিক্ত নিরাপত্তা

Jun 25, 2021 @ 1:03 pm
শিয়ালদহ ডিভিশনে বাড়ল স্টাফ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা, মোতায়েন অতিরিক্ত নিরাপত্তা

লোকাল ট্রেন বন্ধ। স্টাফ স্পেশ্যাল ট্রেনে ভিড় বাড়ছে। তাই এবার স্টাফ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা বাড়াল পূর্ব রেল। আজ, শুক্রবার থেকে শিয়ালদহ ডিভিশনে বাড়ছে স্টাফ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা। পাশাপাশি বিক্ষোভ, অবরোধ রুখতে শিয়ালদহ দক্ষিণ শাখায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, আজ অন্যদিনের তুলনায় ৪০টি বেশি ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে। আজ মোট ট্রেন চলবে প্রায় ২৯০টি। সোমবার থেকে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে। ওই দিন থেকে আরও ৬০ অতিরিক্ত ট্রেন চলবে ওই ডিভিশনে। সেক্ষেত্রে ট্রেনের সংখ্যা হবে প্রায় সাড়ে তিনশোটি।
অন্যদিকে, সোনারপুর, মল্লিকপুর ,চম্পাহাটি, ঘুটিয়ারি শরিফ, বেতবেড়িয়া সহ শিয়ালদহ দক্ষিণ শাখার প্রত্যেক স্টেশনে বাড়ানো হল রেল পুলিশের সংখ্যা। সকাল থেকেই স্টেশনের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশি টহলদারি।

Related Articles