Sambad Samakal

কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত, টেট মামলায় নতুন তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Jul 2, 2021 @ 3:57 pm
কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত, টেট মামলায় নতুন তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

স্কুল সার্ভিস কমিশন অপদার্থ। এই কমিশনকে বরখাস্ত করা উচিত। শুক্রবার উচ্চ প্রাথমিক বা টেট মামলায় স্কুল সার্ভিস কমিশনকে এই ভাষাতেই ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘কী ধরনের আধিকারিকরা কমিশন চালাচ্ছেন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত।’ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপার্সনকেও তলব করেন বিচারপতি। তারপর দ্বিতীয় দফায় শুনানির পর বিচারপতি কমিশনকে নম্বর সহ নতুন তালিকা প্রকাশের সময়সীমা বেঁধে দেন বিচারপতি।
জানা গিয়েছে, উচ্চ প্রাথমিক মামলায় ২০১৯ সালের ১ অক্টোবর নতুন ইন্টারভিউ লিস্ট এবং রেজাল্ট প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত। বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, সেই নির্দেশ মানা হয়নি। যদিও এই বিষয়ে দুটি মামলা রয়েছে। একটি মামলার শুনানি শুক্রবার সকালে হয়। তবে সেখানে কমিশনের কেউ হাজির ছিলেন না। এরপর দুপুর ২.৪৫ নাগাদ দুটি মামালাই ফের আদালতে ওঠে। তখনই কমিশনের চেয়ারপার্সনকে সশরীরে হাজিরা দেন। আদালতের নির্দেশ থাকলেও তালিকায় প্রার্থীদের নম্বর কেন উল্লেখ করা হয়নি কেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি নির্দেশ দেন, আগামী ৭ দিনের মধ্যে নম্বর সহ প্রার্থীদের তালিকা নতুন করে প্রকাশ করতে হবে। পাশাপাশি কীভাবে নম্বর ভাগ করা হয়েছে তাও জানাতে হবে।

Related Articles