Sambad Samakal

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে ভর্ত্সনা হাইকোর্টের, শোকজ পুলিশ আধিকারিক

Jul 2, 2021 @ 2:22 pm
ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে ভর্ত্সনা  হাইকোর্টের, শোকজ পুলিশ আধিকারিক


ভোট-পরবর্তী অশান্তি মামলায় ফের রাজ্যকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। এক পুলিশকর্তাকেও শোকজ করেছে রাজ্যের শীর্ষ আদালত। একইসঙ্গে আদালতের নির্দেশ, ভোট পরবর্তী হিংসা নিয়ে পুলিশকে সমস্ত অভিযোগ নিতে হবে। আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। কারও রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকলে, তাঁদের রেশনেরও ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। এছাড়া মানিকতলায় মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। কম্যান্ড হাসপাতাল থেকে সেই ময়নাতদন্ত করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে খবর, ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখতে যাদবপুরের গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। সেই ঘটনায় ডিসিপি এসএসডি (দক্ষিণ) রশিদমুনির খানকে শোকজ করেন বিচারপতি। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননা লাগু হবে না, সে বিষয়ে ১৩ জুলাইয়ের মধ্যে তাঁকে কারণ দর্শানোরও নির্দেশ দেন বিচারপতি।
অন্যদিকে, রাজ্যের মুখ্যসচিবকে আদালত নির্দেশ দিয়েছে, এই মামলা সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করতে হবে। এছাড়া ভোট পরবর্তী অশান্তিতে যাঁদের গ্রেফতার করা হয়েছিল, তাঁরা কীভাবে জামিন পেলেন, কীসের ভিত্তিতে জামিন পেলেন, তাও আদালতকে জানাতে হবে। আগামী ১৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।

Related Articles