Sambad Samakal

পোস্ট অফিসের নতুন পেনশন স্কিম, দেখে নিন কী কী সুবিধা

Jul 14, 2021 @ 2:59 pm
পোস্ট অফিসের নতুন পেনশন স্কিম, দেখে নিন কী কী সুবিধা

নতুন পেনশন স্কিম নিয়ে এল ভারতীয় ডাকঘর বা ইন্ডিয়ান পোস্ট অফিস। এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা থেকে সর্বোচ্চ সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন একজন গ্রাহক। আবার যৌথ ভাবে বিনিয়োগের সুযোগও রয়েছে। যেখানে সর্বাধিক তিনজন যৌথভাবে ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। আবার পাবেন মোটা অঙ্কের সুদও।
নতুন এই পেনশন স্কিমে সুদের হার বছরে ৬.৬ শতাংশ। শুধু তাই নয়, রয়েছে মাসিক কিস্তিতে সুদের টাকা তোলার সুবিধাও। এক্ষেত্রে কোনও গ্রাহক এক লক্ষ টাকা বিনিয়োগ করলে তিনি প্রতি মাসে ৬০০ টাকা করে সুদ পাবেন। অর্থাৎ বছরে ৭,২০০ টাকা। অর্থাৎ মূলধন অপরিবর্তিত রেখে পাঁচ বছরেই ৩৬ হাজার টাকা হাতে পেয়ে যাবেন বিনিয়োগকারী। আর সুরক্ষার বিষয়ে পোস্ট অফিস যে ব্যাংকের চেয়েও অনেকটাই এগিয়ে, তা তো সবারই জানা।

Related Articles