বাংলায় ভোটপ্রচারে এসে ধর্মীয় মেরুকরণের চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির! শুক্রবার বর্ধমানের জনসভার শুরুতেই মা দুর্গা ও কালীর নাম করেন তিনি। এরপরে সন্দেশখালির ঘটনা উল্লেখ করে কার্যত উস্কে দিলেন হিন্দুত্ব আবেগ!
এদিন মোদি বলেন, “সন্দেশখালির ঘটনা গোটা দেশ দেখেছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আগে থেকেই সব জানত। অভিযুক্তের নাম শেখ শাহজাহান বলেই কি তাকে বাঁচানোর চেষ্টা করছিলে, তৃণমূল সরকার! এখানে রামনবমীতে আপত্তি করা হয়। রামমন্দির উদ্বোধনে আপত্তি করা হয়। কী চলছে এখানে! বাংলায় হিন্দুরা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে।”