রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ‘শ্লীলতাহানি’র অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এরমধ্যেই শুক্রবার বিস্ফোরক দাবি করলেন রাজ্যপাল।
এদিন এক অডিও বার্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস দাবি করেন, “রাজভবনে আরও এক জন রাজনৈতিক চর রয়েছে।” তবে কে সেই চর বা তার পরিচয় কী, সেই বিষয়ে অবশ্য খোলসা করে তিনি কিছু বলেননি।
প্রসঙ্গত, শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর থেকেই রাজ্যপাল সিভি আনন্দ বোস দাবি করছেন, এটি তার বিরুদ্ধে একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তবে নির্যাতিতা মহিলার অভিযোগ প্রসঙ্গে ঠিক কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয়ে ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু করেছে কলকাতা পুলিশ। এখন দেখার শেষপর্যন্ত এই বিতর্কের জল কোন দিকে গড়ায়।