রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী সন্দেশখালি কাণ্ডের উল্লেখ করে নিশানা করলেন মোদিকেও।
শুক্রবার রায়নার জনসভা থেকে মমতা বলেন, “প্রধানমন্ত্রী এসে এখানে সন্দেশখালি নিয়ে বড়বড় কথা বলছেন। ওখানে বড় কোনও ঘটনা ঘটতে দিইনি। আর এখানে রাজ্যপাল একটা ছোট মেয়েকে পরপর দু’বার শ্লীলতাহানি করেছে। এরআগেও হাজারটা অভিযোগ এসেছে, আমি কিছু বলিনি। কিন্তু কাল ওই মেয়েটির চোখের জল আমি দেখেছি। আামার হৃদয়কে নাড়া দিয়েছে। কই প্রধানমন্ত্রী’তো কাল ওখানে থেকে এলেন, একটাও কথা’তো বললেন না! এখন মেয়েটি রাজভবনে কাজ করতে যেতে ভয় পাচ্ছে।”