Sambad Samakal

অনলাইন প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে? পথ দেখাল এসবিআই

Jul 15, 2021 @ 11:27 pm
অনলাইন প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে? পথ দেখাল এসবিআই

ডিজিটাল হচ্ছে ভারত। আর অনলাইন এই লেনদেনে সামান্যতম অসতর্ক হলেই প্রতারণার শিকার। নিমেষে সাফ হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। অনলাইন এই প্রতারণার হাত থেকে বাঁচবেন কীভাবে? টুইট করে পথ দেখাল এসবিআই। জানুন এসবিআই-এর গাইডলাইন।

১) অচেনা বা সন্দেহজনক মেইল দেখলে খুলবেন না। বিশেষ করে উপহার বা নগদ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে, এমন মেইল তো নয়ই।

২) অনেক ক্ষেত্রেই এইসব ভুয়ো মেইলের মধ্যে হ্যাকাররা একটা লিঙ্ক জুড়ে দেয়। সেই লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ।

৩) ফিন্যান্সিয়াল অ্যাপের মাধ্যমেও প্রতারকরা গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। তাই এই ধরনের ফিন্যান্সিয়াল অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক হতে হবে। এই ধরনের ফিন্যান্সিয়াল অ্যাপ ডাউনলোডের আগে তার সত্যতা যাচাই করার পরামর্শ দিচ্ছে এসবিআই। দেশের এই বৃহত্তম ব্যাংকের পরামর্শ, অ্যাপের কমেন্ট বক্স ও তার রিভিউ দেখেই অ্যাপ ডাউনলোড করুন।

৪) অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ নথি জমা দেবেন না।

৫) গ্রাহকদের টাকা হাতাতে এখন ‘Know your customer’ বা কেওয়াইসি ডকুমেন্ট আপডেট করতে বলছে হ্যাকাররা। এই ধরনের লিঙ্ক পেলে সময় নষ্ট না করে http://cybercrime.gov.in সাইটে অভিযোগ দায়ের করার পরামর্শ দিচ্ছে এসবিআই।

Related Articles