মঙ্গলবার ভোট মালদা ও মুর্শিদাবাদে লোকসভার ভোটগ্রহণ। আর ঠিক তার আগেই মালদহ ও মুর্শিদাবাদ পুলিশ জেলার ২টি থানার আইসিকে অপসারিত করল জাতীয় নির্বাচন কমিশন।
জানা যাচ্ছে, রবিবার মালদার হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে মালদার পুলিশ সদর দফতরে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি, মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার আইসিকেও অপসারিত করেছে কমিশন। পক্ষপাতিত্বের অভিযোগের প্রেক্ষিতে অপসারিত এই দু’জনকেই ভোট সংক্রান্ত কোনও কাজে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বিকেলের মধ্যেই নতুন অফিসারদের নিযুক্ত করা হবে বলে খবর।