Sambad Samakal

আইসিএসই, আইএসসির ফল প্রকাশ, রাজ্যে পাসের হারে এগিয়ে মেয়েরা

Jul 24, 2021 @ 4:09 pm
আইসিএসই, আইএসসির ফল প্রকাশ, রাজ্যে পাসের হারে এগিয়ে মেয়েরা

প্রকাশিত হল আইসিএসই, আইএসসির ফল। পূর্ব ঘোষণা মতোই এদিন বেলা তিনটেয় ফল প্রকাশ করে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। পাসের হার প্রায় ১০০ শতাংশই। রাজ্যে পাসের হারে এগিয়ে মেয়েরা।
আইসিএসই পরীক্ষায় মোট পাসের হার ৯৯.৯৮ শতাংশ। আইএসসি পরীক্ষায় পাসের হার ৯৯.৭৬ শতাংশ।
পশ্চিমবঙ্গে এই দুই পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৯৯.৯৮ শতাংশ ও ৯৯.৬৩ শতাংশ। রাজ্যে আইসিএসইতে মেয়েদের পাসের হার ৯৯.৯৯ শতাংশ। ছেলেদের পাসের হার ৯৯.৯৭ শতাংশ। অন্যদিকে, আইএসসিতে রাজ্যে মেয়েদের পাসের হার ৯৯.৮২ শতাংশ, ছেলেদের পাসের হার ৯৯.৪৮ শতাংশ।

কাউন্সিল জানিয়ে, করোনা আবহে পরীক্ষা বাতিল হওয়ায় বিশেষ মূল্যায়ণ পদ্ধতিতে এবার ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হয়েছে। সেই কারণে এবছর উত্তরপত্র পুনরায় দেখার সুযোগ থাকছে না। তবে প্রাপ্ত নম্বর নিয়ে পরীক্ষার্থীদের কোনওরকম প্রশ্ন থাকলে তা সরাসরি পাঠাতে হবে সংশ্লিষ্ট স্কুলে। এই নম্বর নিয়ে সংশ্লিষ্ট স্কুলের কোনও প্রশ্ন বা বক্তব্য থাকলে তা পাঠাতে হবে কাউন্সিলের কাছে। ১ অগাস্টের মধ্যে পাঠাতে হবে তা। কাউন্সিল সাফ জানিয়েছে ১ অগস্টের মধ্যেই সেই তথ্য কাউন্সিলকে জানতে হবে।

Related Articles