Sambad Samakal

হার্ড কপি নয়, তথ্য সুরক্ষায় সঙ্গে রাখুন ভার্চুয়াল আধার কার্ড! জানুন পদ্ধতি

Jul 25, 2021 @ 4:15 pm
হার্ড কপি নয়, তথ্য সুরক্ষায় সঙ্গে রাখুন ভার্চুয়াল আধার কার্ড! জানুন পদ্ধতি

রাস্তাঘাটে বিপদে আপদে যে কোনও সময় এখন জরুরি আধার কার্ড। এমনকী হঠাৎ কোনও দুর্ঘটনার মুখে পড়লে আধার কার্ড না থাকলে হাসপাতালে ভর্তির ঝক্কিও অনেক। এসির্ভাগ মানুষই এখন এইসব ঝক্কি থেকে বাঁচতে মানি ব্যাগে আধার কার্ড বহন করেন। কিন্তু এতে সুরক্ষা প্রস্নের মুখে পড়ে যায়। কারণ, শুধু মাত্র আধারের নম্বর দিয়েই ব্যাঙ্কিং থেকে শুরু করে ব্যক্তির যাবতীয় তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। ফলে মানি ব্যাগ চুরি হয়ে গেলে, বা কোনও ভাবে হারিয়ে গেলেই সংকটে আধার তথ্য। এই কারণেই এবার ভার্চুয়াল আধার কার্ডের সুবিধা নিয়ে এসেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI কর্তৃপক্ষ। ভার্চুয়াল এই আধার কার্ড গ্রাহকের মোবাইলেই স্থায়ীভাবে থাকতে পারবে। ১৬ সংখ্যার নম্বর দিয়ে তৈরি হয়েছে এই ভার্চুয়াল আধার আইডি। আধার কার্ডের পরিবর্তে এই নম্বরও নিজের কাছে রাখা যায়।
সব ধরনের ব্যাঙ্কিং সম্পর্কিত সুবিধা সহ আধার কার্ডের যাবতীয় সুবিধা এই কার্ডের মাধ্যমে পাওয়া যায়।
UIDAI-এর ওয়েবাসাইট থেকে তৈরি করা যায় এই ভার্চুয়াল আধার কার্ড। জেনে নিন, কীভাবে আপনি নিজেই এই ভার্চুয়াল আধার আইডি তৈরি করবেন?

১) প্রথমেই লগ ইন করতে হবে আধারের অফিশিয়াল ওয়েবসাইট https://www.uidai.gov.in-এ।

২) এবার ক্লিক করুন ভার্চুয়াল আইডি অপশনে।

৩) স্ক্রিনে খুলে যাওয়া নতুন পেযে আপনার ১৬ সংখ্যার আধার নম্বর টাইপ করুন।

৪) এবার ওটিপির জন্য সিকিউরিটি কোড তৈরি করুন। Otp (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে।

৫) ওটিপি লেখার পর ক্লিক করুন ভিআইডি অপশনে।

৬) ম্যাসেজে পেয়ে যান আপনার ভার্চুয়াল আধার আইডি।

Related Articles