ভোটের মুখে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দমদম! পিটিয়ে খুন এক তৃণমূল কর্মীকে! শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে অর্জুনপুরের পশ্চিম পাড়ায়। দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বাঁধে, ইঁটবৃষ্টি হয়। তাতেই আহত হন অনেকে।
সেই সময়েই তৃণমূল কর্মী সঞ্জীব দাস ওরফে পটলা ইঁটের আঘাতে আহত হন। এরপরে তাঁকে রাস্তায় টেনে নিয়ে গিয়ে লাঠি, রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। রক্তাক্ত অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সঞ্জীবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ।