‘মজবুর’ সরকার চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! বহরমপুরে ভোটপ্রচারে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। সন্দেশখালি সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেও, কংগ্রেস প্রসঙ্গে কার্যত চুপ ছিলেন নাড্ডা।
এদিন তৃণমূলকে আক্রমণ করে নাড্ডা বলেন, “মজবুত নয়, মজবুর সরকার চান বাংলার মুখ্যমন্ত্রী। মা-মাটি-মানুষের সরকার মায়েদের কেয়ার করে না। শুধু ভোটব্যাঙ্কের স্বার্থে শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে। এই সরকার মোদিজির প্রকল্প বাস্তবায়িত করতে বাধা দেয়। বাংলায় কার্যত দুষ্কৃতিরাজ চলছে, কাটমানি ছাড়া কোনও কাজ হয় না।”
বহরমপুরের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে কোনও কথা বলতে শোনা যায়নি নাড্ডার মুখে। তৃণমূল কংগ্রেসের দাবি, নাড্ডার ভাষণেই বিজেপি-কংগ্রেস সেটিং কার্যত প্রকাশ্যে চলে এল।