Sambad Samakal

ঘরে বসেই মিলবে এফডি-র ইন্টারেস্ট সার্টিফিকেট! জানুন এসবিআই-এর গাইডলাইন

Jul 25, 2021 @ 5:27 pm
ঘরে বসেই মিলবে এফডি-র ইন্টারেস্ট সার্টিফিকেট! জানুন এসবিআই-এর গাইডলাইন

এবার বাড়িতে বসেই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন গ্রাহক। অনলাইন ব্যাঙ্কিং সার্ভিস ব্যবহারকারীদের জন্য এই পরিষেবা চালু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। স্টেট ব্যাঙ্কের তরফে টুইট করে জানানো হয়েছে, SBI Quick এবং SBI এর অনলাইন ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে মিলবে এই সুবিধা ৷
ওই টুইটে এসবিআই জানিয়েছে, ফিক্সড ডিপোজিট বা এফডি-র ইন্টারেস্ট সার্টিফিকেটের জন্য আপনাকে কেবল ৪টি সহজ স্টেপ ফলো করতে হবে। তাহলেই আপনি পেয়ে যাবেন ইন্টারেস্ট সার্টিফিকেট। জানুন স্টেপগুলো।

১) SBI ক্যুইক অ্যাপ খুলুন।

২) লগইন সেকশনে গিয়ে অ্যাকাউন্ট সার্ভিসে লগ ইন করুন।

৩) ডিপোজিট ইন্টারেস্টে ক্লিক করুন।

৪) নিজের ডিটেইলস দিয়ে পাসওয়ার্ড সেট করুন। এরপর রেজিস্টার্ড ইমেল আইডি-তে আপনার এফডি-র ইন্টারেস্ট সার্টিফিকেট চলে আসবে।

Related Articles