Sambad Samakal

ফের বানভাসী হতে পারে দক্ষিণবঙ্গ!

Jul 26, 2021 @ 10:16 am
ফের বানভাসী হতে পারে দক্ষিণবঙ্গ!

ফের বানভাসী হবে দক্ষিণবঙ্গ। আগামিকাল থেকেই শুরু হবে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, সোমবারও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে অপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর জেরে মঙ্গলবার অর্থাত্ আগামিকাল থেকে ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং সংলগ্ন মধ্য ভারতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। চলতে পারে আগামী ৩০ জুলাই পর্যন্ত। ফলে ফের বানভাসী হতে পারে দক্ষিণবঙ্গ। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।
এদিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। ফলে প্রচণ্ড গরম না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Related Articles