Sambad Samakal

Weather :আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টি

Aug 6, 2021 @ 9:13 am
Weather :আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টি

দুর্যোগের শেষ নেই! বৃহস্পতিবার আকাশ একটু পরিষ্কার হলেও শুক্রবার ফের সকালেই ঘনিয়েছে আঁধার। গত কয়েকদিনের মতো আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও সেইসঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের জেরেই রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে জলমগ্ন দক্ষিণবঙ্গের অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০১.৬ মিমি। সারাদিন আকাশ মেঘলা থাকবে।

Related Articles