Sambad Samakal

Delta plus: পশ্চিমবঙ্গেও ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের থাবা, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা

Aug 10, 2021 @ 8:45 pm
Delta plus: পশ্চিমবঙ্গেও ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের থাবা, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা

দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও থাবা বসিয়েছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট। কেন্দ্রকে দেওয়া রিপোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এনসিডিসি ডিরেক্টর ডা. এস.কে সিং জানান, ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যা সর্বাধিক মহারাষ্ট্রে। সেখানে করোনার এই প্রজাতিতে ৩৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরে রয়েছে তামিলনাডু, আক্রান্তের সংখ্যা ১০। আর পশ্চিমবঙ্গে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন ৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। তবে স্বস্তি ফেরাচ্ছে সুস্থতার হার। রাজ্যে বর্তমানে কোভিডে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ।
সংক্রমণের নিরিখে ফের চিন্তা বাড়াচ্ছে কলকাতা সহ ৫টি জেলা। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৮ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। এই সংখ্যা উত্তর ২৪ পরগনার থেকেও বেশি। সেখানে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৬৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৬৫ জন, দার্জিলিং ৬৪ জন, নদিয়ায় ৪৬ জন।

Related Articles