এবারের নির্বাচনে মোদির গদি উল্টাবে! রবিবার দক্ষিণ মালদার সুজাপুরের নির্বাচনী জনসভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরসঙ্গেই একহাত নিলেন বাম-কংগ্রেস জোটকেও!
এদিন মমতা বলেন, “এবারের নির্বাচনে মোদির গদি উল্টাবে। আমি এটা অনেকদিন আগে থেকে বলছিলাম। তাই ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম। অনেকেই এখন একথা বলতে শুরু করেছেন যে, মোদি হয়তো আর আসবে না। সারা দেশের সমস্ত বিরোধী নেতাদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো। আমি একটা কাঠবিড়ালির ভূমিকা পালন করব। ইন্ডিয়া জোটে আমরাই নেতৃত্ব দেব।”
বাম-কংগ্রেস জোটকে আক্রমণ করে মমতা বলেন, “এখানে ইন্ডিয়া জোট হয়নি। বাংলায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল একা লড়ছে। আমি কংগ্রেসকে দুটো আসন দিতে চেয়েছিলাম। কিন্তু ওরা রাজি না হয়ে সিপিএমের সঙ্গে জোট করেছে। আমি সিপিএমের কাছে মাথা নত করব না! বাম-কংগ্রেসকে ভোট দিলে, ভোট কাটাকাটিতে বিজেপি জিতে যেতে পারে। তাই সকলের কাছে আবেদন কেন্দ্রের গদি থেকে মোদিকে সরাতে তৃণমূলকে সমর্থন করুন।”