Sambad Samakal

Khela hobe: ফুটবলে কিক দিয়ে কলকাতায় ‘খেলা হবে’ দিবসের সূচনা বিধায়কের, ত্রিপুরায় ফুটবল নিয়ে মিছিল তৃণমূলের

Aug 16, 2021 @ 11:10 am
Khela hobe: ফুটবলে কিক দিয়ে কলকাতায় ‘খেলা হবে’ দিবসের সূচনা বিধায়কের, ত্রিপুরায় ফুটবল নিয়ে মিছিল তৃণমূলের

আজ ১৬ অগস্ট, এদিন ‘খেলা হবে’ দিবস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই ঘোষণা মোতাবেক এদিন রাজ্যজুড়ে ‘খেলা  হবে’  দিবস পালিত হচ্ছে। বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও পালিত হচ্ছে খেলা দিবস।

এদিন সকালে কলকাতার দেশপ্রিয় পার্কে ফুটবলে কিক দিয়ে খেলা হবে’  দিবসের সূচনা করলেন রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমার। তারপর তিনি বলেন, ‘দেশপ্রিয় পার্কে আজ সারাদিন ধরেই ফুটবল খেলা চলবে। প্রায় ১১২ জন এই খেলায় অংশগ্রহণ করেছেন। বিশেষভাবে সক্ষম ২০ জনও এই খেলায় অংশগ্রহণ করবেন।’ দেশপ্রিয় পার্কের মতো রাজ্যের বিভিন্ন প্রান্তেই তৃণমূল নেতা-কর্মীদের উদ্যোগে পালিত হচ্ছে খেলা দিবস।

অন্যদিকে, আগরতলার উত্তর বনমালীপুর থেকে ফুটবল খেলতে খেলতে ‘খেলা হবে’ স্লোগান দিয়ে মিছিল করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, আবীররঞ্জন বিশ্বাস-সহ তৃণমূল নেতা-কর্মীরা। গুজরাটে অবশ্য কোভিডবিধি দেখিয়ে খেলা দিবস পালনের অনুমতি দেয়নি প্রশাসন।

উল্লেখ্য, খেলা হবে স্লোগানকে সামনে রেখেই বিপুলভোটে বাংলা জয় করেছে তৃণমূল। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ অগস্ট ‘খেলা হবে’ দিবস পালিত হবে বলে ঘোষণা করেন। বাংলা দখলের পর এবার তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। তাই ত্রিপুরাতেও জোরকদমে খেলা হবে দিবস কর্মসূচি পালন করছে ঘাসফুল শিবির। 

Related Articles