Sambad Samakal

ফের বৃষ্টির ভ্রূকুটি কলকাতায়, উত্তরবঙ্গে জারি অরেঞ্জ অ্যালার্ট

Aug 16, 2021 @ 10:03 am
ফের বৃষ্টির ভ্রূকুটি কলকাতায়, উত্তরবঙ্গে জারি অরেঞ্জ অ্যালার্ট

বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। সপ্তাহভর চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে হিমালয়ের পাদদেশ দিয়েই বইছে মৌসুমী বায়ু। আর তার জেরেই পাহাড় সংলগ্ন এলাকায় বৃষ্টি বাড়তে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর সহ দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
অন্যদিকে, কলকাতা ও সংলগ্ন এলাকায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Related Articles