Sambad Samakal

Recruitment : রাজ্যে শিক্ষক, অশিক্ষক কর্মী, লাইবেরিয়ান সহ বিভিন্ন পদে প্রায় ১০ হাজার নিয়োগ

Aug 18, 2021 @ 10:14 am
Recruitment : রাজ্যে শিক্ষক, অশিক্ষক কর্মী, লাইবেরিয়ান সহ বিভিন্ন পদে প্রায় ১০ হাজার নিয়োগ

পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষক, অশিক্ষক কর্মী, লাইবেরিয়ান সহ বিভিন্ন পদে প্রায় ১০ হাজার নিয়োগ হতে চলেছে। খবরটি জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘রাজ্যের বিভিন্ন স্কুলের প্রচুর শূন্যপদ হয়েছে। সেই সমস্ত শূন্যপদের হিসেবে নেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই সমস্ত শূন্যপদে নিয়োগ হবে। পুজোর আগেই বিজ্ঞপ্তি বেরোবে।’
দেখে নিন কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা এবং বয়স…

গ্রুপ ডি –
শিক্ষাগত যোগ্যতা- ক্লাশ এইট পাস।
বয়স- ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- ৪৯০০-১৬২০০ টাকা

ক্লার্ক-
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাস। এছাড়া কম্পিউটারে দক্ষতা ও মিনিটে অন্তত কুড়িটি শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে।
বয়স- ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- ৫৪০০ -২৫২০০ টাকা

লাইবেরিয়ান –
শিক্ষাগত যোগ্যতা – যে কোনো শাখায় লাইব্রেরিয়ান কোর্স নিয়ে স্নাতক হতে হবে।
বয়স- ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- ৭১০০ – ৩৭৬০০

উপরের সবকটি পদেই তপশিলি সম্প্রদায় ৫ বছর ওবিসি ৩ বছর, প্রতিবন্ধী ৮ বছর, প্রাক্তন সমরকর্মী ৫ বছর এবং স্কুলে শিক্ষকতা ও ক্লার্ক পদে নিযুক্ত ব্যক্তিরা ৫৫ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন। চাকরি হবে মূলত বাংলা মাধ্যম স্কুলে। প্রতিটি ক্ষেত্রেই লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ক্লার্ক পদে কম্পিউটারে টাইপিংয়ে দক্ষতা দেখা হবে। নতুন বিজ্ঞপ্তি বেরোলে আরো বিস্তারিত জানানো হবে।

Related Articles