Sambad Samakal

Arrested: রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রেফতার

Aug 22, 2021 @ 12:25 pm
Arrested: রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রেফতার

আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রবিবার বাঁকুড়ার জেলা পুলিশ বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিষ্ণুপুর পুরসভার টেন্ডার সংক্রান্ত আর্থিক বিষয়ে ১০ কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। 

বাম জমানা থেকে তৃণমূল আমলেও দীর্ঘদিন বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন বস্ত্র ও আবাসন মন্ত্রীও ছিলেন। এবারের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। অনেকদিন ধরেই টেন্ডার পাস করিয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ আসছিল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখার পরই অবশেষে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করল বাঁকুড়া পুলিশ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। ভারতীয় দন্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা,  ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গ ও ৪০৯ ধারায় পদে থেকে সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস। 

Related Articles