Sambad Samakal

School: ১ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল

Aug 30, 2021 @ 12:29 pm
School: ১ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল

করোনার তৃতীয় ঢেউ আসার সতর্কবার্তা জারি হয়েছে। এর মধ্যেই স্কুল, কলেজ, কোচিং সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। ১ সেপ্টেম্বর থেকে স্কুল খুলছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং ক্লাস খোলার অনুমতি দেওয়া হবে। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলা হচ্ছে। তবে কোনও পড়ুয়াকেই স্কুলে যাওয়ার জন্য জোর করা হবে না। স্কুলে যাওয়ার আগে শিশুদের অভিভাবকের সম্মতিপত্র বাধ্যতামূলক বলে সিসোদিয়া জানিয়েছেন।

করোনা আবহে স্কুল খোলার জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কেজরিওয়াল সরকার। নির্দেশিকায় জানানো হয়েছে, মোট আসন সংখ্যার ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। সকাল এবং বিকেল-এই দুটি শিফটে চলবে ক্লাস। দুটি শিফটের মধ্যে কমপক্ষে এক ঘন্টার ব্যবধান থাকবে। পড়ুয়ারা তাঁদের বই, টিফিন এবং অন্যান্য স্টেশনারি সামগ্রী একে অপরের যাতে শেয়ার না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হবে। কনটেনমেন্ট জোনে রয়েছেন এমন শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীদের স্কুলে আসতে দেওয়া হবে না। এছাড়া প্রবেশ গেটে থার্মাল স্ক্যানার বাধ্যতামূলক। শিক্ষার্থীদের পাশাপাশি কর্মীদেরও মাস্ক ব্যবহার করতে হবে। স্কুল চত্বরে থার্মাল স্ক্যানার, স্যানিটাইজার এবং মাস্ক ইত্যাদির ব্যবস্থা রাখতে

Related Articles