Sambad Samakal

Byelection Guideline: উপনির্বাচনে রাজনৈতিক দলগুলিকে কি কি নিয়ম মানতে হবে?

Sep 5, 2021 @ 1:16 pm
Byelection Guideline: উপনির্বাচনে রাজনৈতিক দলগুলিকে কি কি নিয়ম মানতে হবে?

নানা বিতর্ক উপেক্ষা করে রাজ্যের তিন বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অতিমারীর আতঙ্কের মধ্যে আগামী ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ও তাকে ঘিরে প্রচার সংক্রান্ত বেশ কিছু নীতি-নির্দেশিকা ঘোষণা করেছে কমিশন। প্রচারে তাই এবার কঠোর হতে চাইছে কমিশন।

যা যা বিধি নিষেধ থাকছে:

(১) রিটার্নিং অফিসারের অনুমতি না পেয়ে কোনওরকম রোড শো নয়।

(২) বাইক মিছিল কঠোরভাবে নিষিদ্ধ।

(৩) রিটার্নিং অফিসারের অনুমতি নিয়েই স্ট্রিট কর্নার মিটিং করতে হবে। অন্যথায় নয়।

(৪) বাড়িবাড়ি প্রচারের ক্ষেত্রে প্রার্থী সঙ্গে সর্বোচ্চ ৫ জন যেতে পারবেন।

(৫) CEO অনুমতি সাপেক্ষে ভার্চুয়াল প্রচার করা যেতে পারে।

(৬) প্রতি কেন্দ্রে সর্বোচ্চ ২০ জন তারকাকে প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

(৭) তারকা প্রচারে সর্বাধিক ১০০০ জনের জমায়েত করা যাবে।

(৮) রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া প্রচারে গাড়ি ব্যবহার করা যাবে না।

(৯) ভোটের কাজে যাঁরা অংশ নেবেন, তাঁদের দুটি কোভিড ভ্যাকসিন ডোজ বাধ্যতামূলক।

(১০) ভোটের ৭২ ঘণ্টা আগেই সবাক প্রচার শেষ করতে হবে।

(১১) ভোটের দিন প্রার্থীর সঙ্গে গাড়িতে সর্বাধিক ৫ জন থাকতে পারবেন

(১২) ভোটের দিন সর্বোচ্চ দুটি গাড়ি রাখা যাবে প্রার্থীর সঙ্গে।

(১৩) ভোট কেন্দ্রে স্যানিটাইজেশন বাধ্যতামূলক।

(১৪) ফলপ্রকাশের পর কোনও বিজয় মিছিল করা যাবে না

Related Articles